bohurupi (James) - আমি বহুরূপী বাংলা লিরিক্স
আমি নিজেরেই নিজে বুঝিনা!
কখনো সূক্ষ্ম,
কখনো স্থূল,
কখনো ভগবান,
কখনো শয়তান,
কখনো সাদা,
আমি কখনো কালো।
আমি ছদ্মবেশী,
আমি বহুরূপী।
আমি ডুব দিয়ে দিয়ে অতীত তুলে আনি।
রাতের বুক চিঁড়ে রাত্রিওয়ালা
আমি সূর্য ফেরি করি।
তারার খোঁজে মাতন তুলে গানের ভেতর মরি।
আমি ছদ্মবেশী,
আমি বহুরূপী।
আমি ডুব দিয়ে দিয়ে অতীত তুলে আনি।
সন্ধ্যা দিয়ে আমি দুঃখ কিনি,
রাত্রি দিয়ে স্বপ্ন।
ঘুমের ঘোরে ঘুমরে ডাকি,
চির ঘুমের জন্য…
আমি ছদ্মবেশী,
আমি বহুরূপী।
আমি ডুব দিয়ে দিয়ে অতীত তুলে আনি।
bohurupi
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: বহুরূপী
No comments: