chukh er polok (James) - পড়লে চোখের পলক বাংলা লিরিক্স
পড়লে চোখের পলক হারাস ও যদি
অপলক চোখে তাই চেয়ে থাকি
পড়লে চোখের পলক হারাস ও যদি
অপলক চোখে তাই চেয়ে থাকি
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা
পড়লে চোখের পলক হারাস ও যদি
অপলক চোখে তাই চেয়ে থাকি
পড়লে চোখের পলক হারাস ও যদি
অপলক চোখে তাই চেয়ে থাকি
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা
বন্ধু তোর হাতে যদি আমি রাখি হাত
বলোনা বন্ধু হবে কি অপরাধ
বন্ধু তোর হাতে যদি আমি রাখি হাত
বলোনা বন্ধু হবে কি অপরাধ
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা
বন্ধু ছাড়া কিছু সুখ যতটা সহজ হোক,,
একা কি সপ্ন আগে না দুই চোখ
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা
পড়লে চোখের পলক হারাস ও যদি
অপলক চোখে তাই চেয়ে থাকি
পড়লে চোখের পলক হারাস ও যদি
অপলক চোখে তাই চেয়ে থাকি
ভালোবাসতে নেই মানা
প্রেম ছাড়া বাচে বলো
কয়জনা, কয়জনা।
porle chukh er polok
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: নয় ছয়
No comments: