Ads Top

poth (james) - পথের বাপই বাপরে মনা

পথের বাপই বাপরে মনা,
পথের মা'ই মা,
এই পথের বুকেই খুজে পাবি
আপন ঠিকানা।
পথের দুখই দুখরে মনা
পথের সুখই সুখ
পথের ভীড়েই খুজে পাবি
অচিন প্রিয় মুখ
এই পথেই ওড়ে পথের ঘুড়ি
লাল নীল সাদা লাল
পথ থেকে পথে
বুনে যাব খালি নকশী কাথার মাঠ।
পথের বাপই বাপরে মনা,
পথের মা'ই মা,
এই পথের বুকেই খুজে পাবি
আপন ঠিকানা।
পথের প্রাণই প্রাণরে মনা
পথের টানই টান
পথের প্রাণই প্রাণরে মনা
পথের টানই টান
পথে নেমেই ভুলে যাবি মান অভিমান
পথের সুরই সুররে মনা
পথের গানই গান
পথের ধারেই ভুলে যাবি ঘরের পিছু টান
পথের দিনই দিনরে মনা
পথের রাতই রাত
পথের দিনই দিনরে মনা
পথের রাতই রাত
পথের মোড়েই খুঁজে পাবি আপন সহজাত
পথের প্রেমই প্রেমরে মনা
পথের মনই মন
পথের বাঁকেই খুঁজে পাবি হাজার প্রিয়জন
পথের বাপই বাপরে মনা,
পথের মা'ই মা,
এই পথের বুকেই খুজে পাবি
আপন ঠিকানা।
পথের দুখই দুখরে মনা
পথের সুখই সুখ
পথের ভীড়েই খুজে পাবি
অচিন প্রিয় মুখ
এই পথেই ওড়ে পথের ঘুড়ি
লাল নীল সাদা লাল
পথ থেকে পথে
বুনে যাব খালি নকশী কাথার মাঠ
পথের বাপই বাপরে মনা,
পথের মা'ই মা,
এই পথের বুকেই খুজে পাবি
আপন ঠিকানা।
পথের দুখই দুখরে মনা
পথের সুখই সুখ
পথের ভীড়েই খুজে পাবি
অচিন প্রিয় মুখ


poth (james) - পথের বাপই বাপরে মনা


poth
কথা: অসির উদ্দিন মন্ডল ও আনন্দ
সুর: গুরু জেমস

No comments:

Powered by Blogger.