Ads Top

megher shate (James) - আমি এখন মেঘের সাথে বাংলা লিরিক্স

আমি এখন মেঘের সাথে
পালিয়ে যাবার কথা বলি,
নিজের ছায়াটাকে বন্ধু ভেবে
একা একা পথ চলি।
আমি নিয়ম ভেঙে নিয়ম গড়ি,
চাঁদকে প্রেমিকা ভেবে গল্প করি!
নিজের ছায়াটাকে বন্ধু ভেবে
একা একা পথ চলি।
আমি পূর্ণিমা রাতে আঁধার দেখি,
সুখকে চিনবো বলে দুঃখকে ডাকি!
নিজের ছায়াটাকে বন্ধু ভেবে
একা একা পথ চলি।
আমি এখন মেঘের সাথে
পালিয়ে যাবার কথা বলি,
নিজের ছায়াটাকে বন্ধু ভেবে
একা একা পথ চলি।


megher shate (James) - আমি এখন মেঘের সাথে বাংলা লিরিক্স

megh er shate
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: উতলা ঢেউ

No comments:

Powered by Blogger.