Ads Top

gopone (James) - গোপনে - আরো গোপনে বাংলা লিরিক্স

গোপনে, আরো গোপনে
এসো তুমি
পৃথিবীর কেউ যেন জানতে না পারে!
হৃদয়ের লেনাদেনায় মগ্ন
আমরা দু'জনে!
জোছনা ভেজা রাতে
খোলা চুলে এসো তুমি
ছায়াটাকে একা রেখে!
পৃথিবীর কেউ যেন জানতে না পারে!
হৃদয়ের লেনাদেনায় মগ্ন
আমরা দু'জনে!
ঘোর ঘোর বরষা রাতে
অভিসারে এসো তুমি
আঁধারের পিঠে চেপে!
পৃথিবীর কেউ যেন জানতে না পারে!
হৃদয়ের লেনাদেনায় মগ্ন
আমরা দু'জনে!
গোপনে, আরো গোপনে
এসো তুমি-
পৃথিবীর কেউ যেন জানতে না পারে!
হৃদয়ের লেনাদেনায় মগ্ন
আমরা দু'জনে!
গোপনে, আরো গোপনে!

gopone (James) - গোপনে - আরো গোপনে বাংলা লিরিক্স

Gupone
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: নকশী কাথা

No comments:

Powered by Blogger.