Ads Top

valobasha de (James) - ভালবাসা দে বাংলা লিরিক্স

যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক
ঘুম ভাঙ্গিয়ে তাকে বলনা কি লাভ?
যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক
ঘুম ভাঙ্গিয়ে তাকে বলনা কি লাভ?
যে জেগে আছে পথিক ডেকে নে
যে ভালবাসতে জানে তাকে ভালবাসা দে
যে জেগে আছে পথিক ডেকে নে
যে ভালবাসতে জানে তাকে ভালবাসা দে৷৷
যে ঝড়ো হাওয়া চলতে জানে
আগুন হয়ে জ্বলতে জানে
ফেরে না আর পিছু টানে
তাকেই কাছে টেনে নে৷৷
যে ঝড়ো হাওয়া চলতে জানে
আগুন হয়ে জ্বলতে জানে
ফেরে না আর পিছু টানে
তাকেই কাছে টেনে নে৷৷
যে জেগে আছে পথিক ডেকে নে
যে ভালবাসতে জানে তাকে ভালবাসা দে।।
যে জেগে আছে পথিক ডেকে নে
যে ভালবাসতে জানে তাকে ভালবাসা দে
যে প্রেম ছড়াবে পথের পরে
কখনও বা মনের ঘরে
ঘর ছেড়েছে চিরতরে
তাকেই বুকে টেনে নে
যে প্রেম ছড়াবে পথের পরে
কখনও বা মনের ঘরে
ঘর ছেড়েছে চিরতরে
তাকেই বুকে টেনে নে
যে জেগে আছে পথিক ডেকে নে
যে ভালবাসতে জানে তাকে ভালবাসা দে৷৷
যে জেগে আছে পথিক ডেকে নে
যে ভালবাসতে জানে তাকে ভালবাসা দে৷৷
যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক
ঘুম ভাঙ্গিয়ে তাকে বলনা কি লাভ?
যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক
ঘুম ভাঙ্গিয়ে তাকে বলনা কি লাভ?
যে জেগে আছে পথিক ডেকে নে
যে ভালবাসতে জানে তাকে ভালবাসা দে
যে জেগে আছে পথিক ডেকে নে
যে ভালবাসতে জানে তাকে ভালবাসা দে
valobasha de (James) - ভালবাসা দে বাংলা লিরিক্স

No comments:

Powered by Blogger.