Ads Top

choita pagol (James) - চৈতা পাগল বাংলা লিরিক্স

তোমার আমার মত সেও তো মানুষ
হাত পা কান মাথা আছে
আছে তার হুশ
সেও হাসতে জানে
ভালবাসতে জানে
দুঃখ কষ্টে তারও চোখে আসে জল
ও সে চৈতা পাগল
চৈতা পাগল…।
এই মাটিতেই তার
হয়েছিল জন্ম
তবে তার সাথে কেন
এত বৈষম্য
দেখে স্বপ্ন সেও
জানেনাতো কেউ
তার জন্য দুনয়নে
কেউ আঁকে সুখের কাজল
সুখের কাজল
ও সে চৈতা পাগল
চৈতা পাগল…।


choita pagol (James) - চৈতা পাগল বাংলা লিরিক্স

choita pagol
শিল্পীঃ জ়েমস
নাটকের গান

No comments:

Powered by Blogger.