Ads Top

vula - bhula mon (James) - ও ভোলা মন রে বাংলা লিরিক্স

ও ভোলা মন রে
কিসের নেশায় রইলিরে তুই মাতিয়া
ও মিছে সুখের খোঁজে হইলিরে পাগল
গেলি আসল নকল ভুলিয়া
কিসের নেশায় রইলিরে তুই মাতিয়া
ও ভোলা মন রে
কিসের নেশায় রইলিরে তুই মাতিয়া…।
কৃষ্ণ প্রেমে মগ্ন রাধা
কাহারে সুধাই
কোনবা পথে গেলে হবে
প্রেমরই বিজয়
ও তখন তৃভূবনে বাজলো রে সানাই
ও তুই শুনলিনা কান পাতিয়া
কিসের নেশায় রইলিরে তুই মাতিয়া
ও ভোলা মন রে
কিসের নেশায় রইলিরে তুই মাতিয়া…।
যে ছিল তোর অন্তর মাঝে
ঝড়াইয়া জীবন
তারে সদাই রাখলি দূরে
করলিনা বরন
ও এখন কি করিলে পাবি যে তারে
শুধু একবার দেখিস ভাবিয়া
কিসের নেশায় রইলিরে তুই মাতিয়া
ও ভোলা মন রে
কিসের নেশায় রইলিরে তুই মাতিয়া…।

vula - bhula mon (James) - ও ভোলা মন রে বাংলা লিরিক্স

No comments:

Powered by Blogger.