চতুর দোলায় ঘুমিয়ে আমি
ঘুমন্ত এক শিশু
ঘুমায় আদম ঘুমায় হাওয়া
মুহাম্মাদ আর যীশু
চতুর দোলায় ঘুমিয়ে আমি
ঘুমন্ত এক শিশু
ঘুমায় আদম ঘুমায় হাওয়া
মুহাম্মাদ আর যীশু
ভাঙবে না ঘুম
পুত্র-কন্যা, প্রান সজনীর ডাকে
জাগবো নারে
বন্ধু-বান্ধব ডাকিসনে আমাকে
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
না না না...
তু রু তু রু... ওহো
দলে দলে আয় রে সবে
দেখতে মোর দেহ
হাসি মুখে বিদায় দে রে
কাদিস নারে কেহ
দলে দলে আয় রে সবে
দেখতে মোর দেহ
হাসি মুখে বিদায় দে রে
কাদিস নারে কেহ
মাটিরও ঠিকানায় বাড়ি
মাটিরও ঠিকানায় বাড়ি
হয়ে গেছে ইস্যু
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
দিনে-দিনে দিন ফুরাবে
যাবি আমায় ভুলে
আজকে একটু আদর করে
কাধে নে রে তুলে
দিনে-দিনে দিন ফুরাবে
যাবি আমায় ভুলে
আজকে একটু আদর করে
কাধে নে রে তুলে
মাটিরও ঠিকানায় বাড়ি
মাটিরও ঠিকানায় বাড়ি
হয়ে গেছে ইস্যু
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
চতুর দোলায় ঘুমিয়ে আমি
ঘুমন্ত এক শিশু
ঘুমায় আদম ঘুমায় হাওয়া
মুহাম্মাদ আর যীশু
চতুর দোলায় ঘুমিয়ে আমি
ঘুমন্ত এক শিশু
ঘুমায় আদম ঘুমায় হাওয়া
মুহাম্মাদ আর যীশু
ভাঙবে না ঘুম
পুত্র-কন্যা, প্রান সজনীর ডাকে
জাগবো নারে
বন্ধু-বান্ধব ডাকিসনে আমাকে
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
দোল-দোলা-দোল
ডেভিড মাইকেল রহমত আর বিসু
matir tikana (James) - মাটিরও ঠিকানায় বাড়ি বাংলা লিরিক্স
Reviewed by
H S
on
5:36 AM
Rating:
5
No comments: