Ads Top

shinay shinay (James) - সিনায় সিনায় লাগে টান বাংলা লিরিক্স

নিমন্ত্রণ রইল আমার বাড়ি,
নিমন্ত্রণ রইল সবার,
ফিরতি পথে এসো তুমি,
ঠিকানা আমার পথের ধূলি।
নিমন্ত্রণ রইল আমার বাড়ি,
নিমন্ত্রণ রইল সবার,
রোদের ভিতর রোঁদ হয়ে
ওম দেব তোর বুকের ভিটায়।
সিনায় সিনায় লাগে টান, সিনায় সিনায়।।
এসো চোরা পথ ধরে
এসো চোরা ময়দানে,
এসো জোছনা ধোয়া দীঘির জলে,
এসো চোরা পথ ধরে
এসো চোরা ময়দানে,
এসো জোছনা ধোয়া দীঘির জলে,
মুক্তির স্নান শেষে।
সিনায় সিনায় লাগে টান, সিনায় সিনায়।।
এসো বুকের গহীনে,
বাড়ীর শিথানে,
এসো পথভোলা সেই নদীর কিনারে...
এসো বুকের গহীনে,
বাড়ীর শিথানে,
এসো পথভোলা সেই নদীর কিনারে...
মুক্তির স্নান শেষে।
সিনায় সিনায় লাগে টান, সিনায় সিনায়।।
নিমন্ত্রণ রইল আমার বাড়ি,
নিমন্ত্রণ রইল সবার,
ফিরতি পথে এসো তুমি,
ঠিকানা আমার পথের ধূলি।
নিমন্ত্রণ রইল আমার বাড়ি,
নিমন্ত্রণ রইল সবার,
রোদের ভিতর রোঁদ হয়ে
ওম দেব তোর বুকের ভিটায়।
সিনায় সিনায় লাগে টান, সিনায় সিনায়।।।


shinay shinay - সিনায় সিনায় লাগে বাংলা লিরিক্স


shinay shinay
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ লেইস ফিতা লেইস
সুরকারঃ জেমস
গীতিকারঃ আনন্দ, জেমস

No comments:

Powered by Blogger.