Ads Top

tarpore te dekh valo Bioskoper khela (James) - এই তারপরেতে দেখ ভালো

এই তারপরেতে দেখ ভালো
ঢাকা শহর চলে এলো
দালানকোঠা দেখা গেলো।
দালানকোঠা দেখা গেলো,
বিজলী বাতি চলে এলো,
রঙবেরঙের মানুষ এলো...
ঢাকা শহর চলে গেলো
কি চমৎকার দেখা গেলো।।
এই তারপরেতে দেখ ভালো,
লাইলি-মজনু চলে এলো
প্রেম সাগরে প্রেম ডুবুরি...
প্রেম সাগরে প্রেম ডুবুরি,
মন ন'গরে দীল ব'হরী
দু'জনার মন দুজন নিলো।
বাঙ্গুর গাছের ছায়ায় ছায়ায়
যায়রে স্মৃতি যায়রে বেলা।।
এই তারপরেতে দেখ ভালো
গাঁয়ের ঘাটে তরী এলো
বধুয়াজি নাইয়র গেলো
বধুয়াজি নাইয়র গেলো,
সখা-সখী আলাপ দিলো,
রাখাল বাঁশির সুর হারালো।
বধুয়াজি নাইয়র গেলো
কি চমৎকার দেখা গেলো
এই তারপরেতে দেখ ভালো গাঁয়ের
ঘাটে তরী এলো
বধুয়াজি নাইয়র গেলো।।

tarpore te dekh valo Bioskoper khela (James) - এই তারপরেতে দেখ ভালো


tarpore te dekh valo
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ লেইস ফিতা লেইস

No comments:

Powered by Blogger.