Ads Top

rakhe allah mare ke (James) - রাখে আল্লাহ মারে কে

নিরানব্বই নামে তিনি
দুই ভুবনের মধ্যমণি
নিরানব্বই নামে তিনি
দুই ভুবনের মধ্যমণি
তার ইচ্ছায় বাধা দেয় কে
রাখে আল্লাহ মারে কে
তার ইচ্ছায় বাধা দেয় কে
রাখে আল্লাহ মারে কে
আনিবো আস্থা বলিল বান্দা
ভাগ করো যদি আকাশের চন্দ্রা
স্মরণে আল্লাহ মোহাম্মাদের ইশারায়
দুইভাগ হইল আকাশের চন্দা
তার ইচ্ছায় বাধা দেয় কে
রাখে আল্লাহ মারে কে
তার ইচ্ছায় বাধা দেয় কে
রাখে আল্লাহ মারে কে
আল্লাহর বান্দা ইব্রাহীম নবী
বিপদের মাঝে ডাকিলেন তিনি
আদেশে দয়ালের হইল সবি
হইল আগুন বাগানের ফুলি



rakhe allah mare ke
শিল্পীঃ জেমস (ফিলিংস)
কথা: মারজুক রাসেল
সুর: জেমস
অ্যালবামঃ লেইস ফিতা লেইস

No comments:

Powered by Blogger.