Ads Top

tumi valo nei (James) - তুমি ভালো নেই বাংলা লিরিক্স

যখন তুমি অনেক দুঃখী থাকো
তখন মিথ্যে করে শুধু বলো
সুখে সুখে আছ
সুখে সুখে আছ
তাই তো তুমি ভালো আছি বললেই
বুঝতে পারি আসলে তুমি
ভালো ভালো নেই
তুমি ভালো নেই
ঐ হাত ছুঁয়ে আমি বলতে পারি
কোথায় তোমার বিষাদের ঘর বাড়ী
সুখে সুখে আছ
সুখে সুখে আছ
ঐ হাত ছুঁয়ে আমি অনুভব করি
তোমাকে জড়িয়ে কষ্টের নীল শাড়ি
সুখে সুখে আছ
সুখে সুখে আছ
ঐ হাত ছুঁয়ে আমি বলতে পারি
কোথায় তোমার বিষাদের ঘর বাড়ী
সুখে সুখে আছ
সুখে সুখে আছ
ঐ হাত ছুঁয়ে আমি অনুভব করি
তোমাকে জড়িয়ে কষ্টের নীল শাড়ি
তুমি ভালো নেই
তুমি ভালো নেই
ঐ চোখে চোখ রেখে জানা হয়ে যায়
জানা হয়ে যায়
অঝরে ভিজেছে তোমার আঙিনা।।
তুমি ভালো নেই
তুমি ভালো নেই
যখন তুমি অনেক দুঃখী থাকো
তখন মিথ্যে করে শুধু বলো
সুখে সুখে আছ
সুখে সুখে আছ
তাই তো তুমি ভালো আছি বললেই
বুঝতে পারি আসলে তুমি
তুমি ভালো নেই
তুমি ভালো নেই
তুমি ভালো নেই
তুমি ভালো নেই
সুখে সুখে আছ
সুখে সুখে আছ
তুমি ভালো নেই
তুমি ভালো নেই

tumi valo nei (James) - তুমি ভালো নেই বাংলা লিরিক্স


No comments:

Powered by Blogger.