khuda (James) - খোদা ভগবান ইশ্বর নাকি অন্য কিছু বাংলা লিরিক্স
যে ছিল মোর চির আপন অন্য কারো নয়
দমে দমে শুধাই আমি তাহার পরিচয়
যাহার লাগি অন্তর আমার কান্দে দিবানিশি
কি নামে ডাকব বল...
খোদা ভগবান ইশ্বর নাকি অন্য কিছু
খোদা ভগবান ইশ্বর নাকি অন্য কিছু।
বুঝিনা তার লীলাখেলা বুঝিনা তার বেশ
বুঝিনা তার ভাব পরিচয় ভালবাসার রেশ
বুঝিনা তার লীলাখেলা বুঝিনা তার বেশ
বুঝিনা তার ভাব পরিচয় ভালবাসার রেশ
যাহার লাগি অন্তর আমার কান্দে দিবানিশি
কি নামে ডকব বল...
খোদা ভগবান ইশ্বর নাকি অন্য কিছু
খোদা ভগবান ইশ্বর নাকি অন্য কিছু
কেমন তাহার আনাগোনা কেমন তর মন
কেমন তাহার দুই নয়নে অবাধ বিচরন
কেমন তাহার আনাগোনা কেমন তর মন
কেমন তাহার দুই নয়নে অবাধ বিচরন
যাহার লাগি অন্তর আমার কান্দে দিবানিশি
কি নামে ডকব বল...
খোদা ভগবান ইশ্বর নাকি অন্য…
khuda vogoban isshor
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: একা উদাসী মনে
No comments: