Ads Top

tumari karone (James) - তোমারই কারণে বাংলা লিরিক্স

তোমারই কারণে
শূন্য থেকে
আবার শুরু করা।
তোমারই ভরসাতে
নিয়ম ভেঙ্গে
আবার নিয়ম গড়া।
তবু হঠাত কেনো
স্বপ্ন ভাঙে
প্রশ্ন জাগে
কেন এতটা পথ
এসে দেখি
তুমি নাই, পাশে নাই, কিছু নাই।
এলোমেলো ভাবনাতে
বন্দী আমার জীবন
তুমি এক পলকেই
একেছিলে ভালবাসার ছবি।
তবু হঠাত কেনো
স্বপ্ন ভাঙে
প্রশ্ন জাগে
কেন এতটা পথ
এসে দেখি
তুমি নাই, পাশে নাই, কিছু নাই।
অধিকারের সীমারেখা
বেঁধে রাখার ছলে
আমি হারিয়ে ছিলাম
নিজেকে তোমার আঁচলে।
তবু হঠাত কেনো
স্বপ্ন ভাঙে
প্রশ্ন জাগে
কেন এতটা পথ
এসে দেখি
তুমি নাই, পাশে নাই, কিছু নাই।
তোমারই কারণে
শূন্য থেকে
আবার শুরু করা।
তোমারই ভরসাতে
নিয়ম ভেঙ্গে
আবার নিয়ম গড়া।
তবু হঠাত কেনো
স্বপ্ন ভাঙে
প্রশ্ন জাগে
কেন এতটা পথ
এসে দেখি
তুমি নাই, পাশে নাই, কিছু নাই।
তুমি নাই, পাশে নাই, কিছু নাই।
তুমি নাই, পাশে নাই, কিছু নাই।


tumari karone (James) - তোমারই কারণে বাংলা লিরিক্স

tumari karone
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: সুন্দরী

No comments:

Powered by Blogger.