Ads Top

shunte ki pao (James) - শুনতে কি পাও তুমি বাংলা লিরিক্স

শুনতে কি পাও তুমি
তোমাকেই বলছি এখন
শুনতে যদি না পাও
আবারো বলবো তখন
বদলে গেছ তুমি
বদলে গেছে মন
নেই তুমি আগের মতন
বদলে গেছ তুমি
বদলে গেছে মন
নেই তুমি আগের মতন
শুনতে কি পাও তুমি
তোমাকেই বলছি এখন
শুনতে যদি না পাও
আবারো বলবো তখন
বদলে গেছ তুমি
বদলে গেছে মন
নেই তুমি আগের মতন
বদলে গেছ তুমি
বদলে গেছে মন
নেই তুমি আগের মতন
উড়ে যায় পাখি উড়ে যায়
বদলায় গতি বদলায় পথ
বয়ে যায় নদী বয়ে যায়
নদী কুল ভাংগে গড়ে তবু চর
বদলে গেছ তুমি
বদলে গেছে মন
নেই তুমি আগের মতন
বদলে গেছ তুমি
বদলে গেছে মন
নেই তুমি আগের মতন
বলে যাই আমি বলে যাই
একা বলে বলে ক্লান্ত এখন
তুমি আছো তবু পাশে নাই
ভাবি ভুল গুলো ভাংবে কখন
বদলে গেছ তুমি
বদলে গেছে মন
নেই তুমি আগের মতন
শুনতে কি পাও তুমি
তোমাকেই বলছি এখন
শুনতে যদি না পাও
আবারো বলবো তখন
বদলে গেছ তুমি
বদলে গেছে মন
নেই তুমি আগের মতন

shunte ki pao (James) - শুনতে কি পাও তুমি বাংলা লিরিক্স

shunte ki pao
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: দিল

No comments:

Powered by Blogger.