Ads Top

tumi kar (James) - তুমি কার কে তোমার বাংলা লিরিক্স

কেউ যেন না জানে বন্ধু
বলো আমায় নীরবে
তুমি কার, কে তোমার
কে বা বলো আমার হবে?
তোমার ভেতরে আমি
আমার ভেতরে তুমি,
প্রথম র্স্পশেই ভেবেছিলাম
প্রেম হবে অনেক নামী!
তুমি কার, কে তোমার
কে বা বলো আমার হবে?
আমার মনেতে তুমি
তোমার মনেতে আমি,
শেষ অবধি ভাবিনা আর
কে কতটা দামী!
তুমি কার, কে তোমার
কে বা বলো আমার হবে?
কেউ যেন না জানে বন্ধু
বলো আমায় নীরবে
তুমি কার, কে তোমার
কে বা বলো আমার হবে?

tumi kar (James) - তুমি কার কে তোমার বাংলা লিরিক্স

Tumi kar ke tumar
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: দিল

No comments:

Powered by Blogger.