kal raate (James) - কাল রাতে চাঁদ ওঠেনি বাংলা লিরিক্স
কাল রাতে চাঁদ ওঠেনি
ঘুমিয়ে ছিল জোনাকিরা
তুমিও আসোনি
ভালবাসোনি
আসেনি বৃষ্টির জলেরা…।
কাল রাতে সাগরের ঢেউ
ছিল একেবারে চুপচাপ গোলাপের গায়ে ছিল মন ভাঙা কষ্টের ছাপ
সেই রাতে চাঁদ ওঠেনি
ঘুমিয়ে ছিল জোনাকিরা
তুমিও আসোনি
ভালবাসোনি
আসেনি বৃষ্টির জলেরা…।
কাল রাতে আকাশের বুকে হয়েছিল তারাদের ক্ষয় শিশিরের চোখে ছিল
সবকিছু হারাবার ভয়
সেই রাতে চাঁদ ওঠেনি
ঘুমিয়ে ছিল জোনাকিরা
তুমিও আসোনি
ভালবাসোনি
আসেনি বৃষ্টির জলেরা…।
kal raate
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: দিল
No comments: