moner moto (James) - আমি তোর মনের মত বাংলা লিরিক্স
আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
সবটুকু দোষ দিলি আমার এই ঘারে
সবটুকু দোষ দিলি আমার এই ঘারে
এক চোখেতে দেখতিস আমায় দাড়িয়ে দুয়ারে
আরেক চোখে দেখতিস তুই অন্য কাহরে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
দিলি ফেলে দিলি ফেলে আমাকে আধারে
ঘুরে ফিরে কাঁদবিরে তুই প্রেমেরই বাজারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
আমি তোর মনের মত হতে পারলাম নারে
Ami tor moner moto hote parlam na
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: ভালবাসতে মন লাগেরে
No comments: