Ads Top

koto sohoje (James) - কত সহজে বদলায় মন বাংলা লিরিক্স

কত সহজে বদলায় মন 
নতুন বন্ধু পেলে ।
আসল নকল দেখো তুমি
চক্ষু দুটি মেলে
কি যে হাড়ালে ।
আপন মানুষ হয় যে পড়
ভাঙ্গে মনের ঘর ,
যেমন করে নদীর বুকে
জেগে ওঠে চড় ।
মন থেকে মুছে ফেলা
এতো সহজ নয় ,
ভালবাসলে হবে জানি
ভালবাসার জয় ।


koto sohoje (James) - কত সহজে বদলায় মন বাংলা লিরিক্স

No comments:

Powered by Blogger.