Ads Top

leis fita leis - লেইস ফিতা লেইস বাংলা লিরিক্স

লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
চুড়ি ফিতা রঙিন সুতা রঙিন করিবে মন
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
সাজিয়ে দেবো গুছিয়ে দেবো ছোট্ট সুখের ঘর
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
এই ফিতা যার মাথায় রবে
আদর সোহাগ যতন পাবে
এই ফিতা তাই
জনম জনম বাইন্ধা রাখে
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।
রেশমি চুড়ি কাঁকন বালা
ছোট্ট নোলক ঝিনুক মালা
কোমর বিছা নূপুর বাজা
তাঁতের শাড়ি অঙ্গে প্যাঁচা
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।

leis fita leis - লেইস ফিতা লেইস বাংলা লিরিক্স

leis fita leis
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ লেইস ফিতা লেইস
সুরকারঃ জেমস
গীতিকারঃ জেমস ও আনন্দ

No comments:

Powered by Blogger.