bijli chole jeona - ও বিজলী চলে যেওনা
চোখের দেখায় মনের দেখা হয়
চোখের দেখায় যদি মনে রয়
ভালোবেসে তোমরা তাকে কি বলবে
কি বলবে?
ও বিজলী চলে যেওনা
ও বিজলী চলে যেওনা
সবকথা কি খুলে বলা যায়
কিছু হবে চোখের ইশারায় গো বন্ধু
কিছু হবে চোখের চাহনিতে সই গো
কি বলবে?
ও বিজলী চলে যেওনা
ও বিজলী চলে যেওনা
মনে আমার ধরেছে নেশা
বুকে আমার কামনার তৃষা
রূপের যাদু বড় যাদু গো
মনের মায়া বড় মায়া গো
মায়ার জালে পড়েছি ধরা
ও বিজলী
ও বিজলী চলে যেওনা
ও বিজলী চলে যেওনা
তোমায় আমি করছি নিশানা
মনের আড়াল হতে দেবো না
হিয়ায় বাঁধা পড়েছে হিয়া
কোনো দিনও ছেড়ে যেওনা গো সোনা
যাইয়ো না, যাইয়ো না চলিয়া
ও বিজলী
ও বিজলী চলে যেওনা
ও বিজলী চলে যেওনা
চোখের দেখায় মনের দেখা হয়
চোখের দেখায় যদি মনে রয়
ভালোবেসে তোমরা তাকে কি বলবে
কি বলবে?
ও বিজলী চলে যেওনা
ও বিজলী চলে যেওনা
সবকথা কি খুলে বলা যায়
কিছু হবে চোখের ইশারায় গো বন্ধু
কিছু হবে চোখের চাহনিতে সই গো
ও বিজলী
ও বিজলী চলে যেওনা
ও বিজলী চলে যেওনা
ও বিজলী চলে যেওনা
ও বিজলী চলে যেওনা
যেওনা, যেওনা বিজলী
চলে যেওনা
যেওনা...
bijli
শিল্পীঃ জেমস
অ্যালবাম: দুষ্ট ছেলের দল
No comments: