Ads Top

cholo jai (James) - চলো যাই শহর ছেড়ে বাংলা লিরিক্স

চলো যাই শহর ছেড়ে ভাটিয়ালী সুরেরে
চলো যাই দুঃখ ভুলে নতুন প্রেমের খবরে
ঐ বুঝি দূর আকাশে
মেঘেরই পালকি ভাসে
কে যেন ডাক দিয়ে যায় গাঁয়ের পথেরে
আমার প্রান বন্ধুয়ারে
চলো যাই পালাই সুদূরে
ঐ বুঝি মাটির কলস নাচেরে জলে
নাচেরে নাচে
ঐ বুঝি পায়ের ঘুঙুর বাজেরে মনে
ঐ বুঝি দূর আকাশে ...............
ও গাঁয়ের পাতার শিশির দোলেরে মনে
দোলেরে দোলে
ও গাঁয়ের নদীর জোয়ার ভাসেরে প্রেমে
ভাসেরে ভাসে
ঐ বুঝি দূর আকাশে
মেঘেরই পালকি ভাসে
কে যেন ডাক দিয়ে যায় গাঁয়ের পথেরে.........


cholo jai (James) - চলো যাই শহর ছেড়ে বাংলা লিরিক্স

cholo jai
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: খেলারাম খেলে যা

No comments:

Powered by Blogger.