dube achi bishe - ডুবে আছি বিষে
ডুবে আছি বিষে,
ডুবে আছি পাপে,
ঐ আমার এক পা কার্নিশে
আরেক পা শূন্যে।
শরাবে শরাব...
ঘোরে ঘোর...
ঘোরে ঘোর...
তারপর ঘনঘোর...
মুঠো খুলে চেয়ে দেখি,
ওরে রেখায় রেখায় দুঃখ লেখা
মুঠো খুলে চেয়ে দেখি,
রেখায় রেখায় দুঃখ লেখা
বেদনার নদী বইছে আমার
বুকের ভেতর একা একা
শরাবে শরাব...
ঘোরে ঘোর...
ঘোরে ঘোর...
তারপর ঘনঘোর...
দুচোখ বুঝে আজও দেখি
চোখের পাতায় স্বপ্ন আঁকা
দুচোখ বুঝে আজও দেখি
ওরে চোখের পাতায় স্বপ্ন আঁকা
স্বপ্ন মুছে গেলে আমার
পৃথিবীটা ভীষন ফাঁকা
শরাবে শরাব...
ঘোরে ঘোর...
ঘোরে ঘোর...
তারপর ঘনঘোর...
ডুবে আছি বিষে,
ডুবে আছি পাপে,
ঐ আমার এক পা কার্নিশে
আরেক পা শূন্যে।
শরাবে শরাব...
ঘোরে ঘোর...
ঘোরে ঘোর...
তারপর ঘনঘোর...
শরাবে শরাব...
ঘোরে ঘোর...
ঘোরে ঘোর...
তারপর ঘনঘোর...
শরাবে শরাব...
ঘোরে ঘোর...
ঘোরে ঘোর...
তারপর ঘনঘোর...
dube achi bishe
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ ঠিক আছে বন্ধু
সুরকারঃ জেমস
গীতিকারঃ মেছের মন্ডল লোকনাথ ও মারজুক রাসেল
No comments: