Ads Top

hawa - হাওয়া দিচ্ছে হাওয়া জ়েমস বাংলা লিরিক্স

হাওয়া দিচ্ছে হাওয়া
স্রোত বইছে স্রোত
এপার থেকে ওপার
ভেসে যাচ্ছে ফুল
যারে ফুল পূবে যা, আঁধারে ডুবে যা, ডুবে যা...।।
আমার ফুল লাল টুকটুক
নাচতে নাচতে যায়
আমার ফুল ডাঙায় ওঠে
যেখানে মাটি রক্তে ভেজা
যারে ফুল পূবে যা
আঁধারে ডুবে যা
যারে ফুল পূবে যা
আঁধারে ডুবে... ডুবে যা...।
গুনবতী ভাই আমার
মন কেমন করে
কবে দেখা হবে ও ভাই
কবে আসবে ঘরে
যারে ফুল পূবে যা
আঁধারে ডুবে যা...
যারে ফুল পূবে যা
আঁধারে ডুবে যা...
এই ফুল লাল টুকটুক
ভাইয়ের পূব আকাশে ফুটুক
রুজু রুজু খুলুক হাওয়া
খুলে দাও জানালা দরজা
যারে ফুল পূবে যা
আঁধারে ডুবে যা...
যারে ফুল পূবে... পূবে যা
আঁধারে ডুবে যা...

hawa - হাওয়া দিচ্ছে হাওয়া জ়েমস বাংলা লিরিক্স

HAWA - হাওয়া 
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ লেইস ফিতা লেইস
সুরকারঃ জেমস
গীতিকারঃ সুভাষ মুখোপাধ্যায়ের "হাওয়া" কবিতা অবলম্বনে

No comments:

Powered by Blogger.