Ads Top

je dikhe takai (James) - যেদিকে তাকাই বাংলা লিরিক্স

ঘরের দুয়ার থেকে দূরের সীমান্ত
শুরু থেকে শেষ
আদি থেকে অন্তঃ
অতল পাতাল থেকে নীল আকাশ নিশ্চিত
উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম
যেদিকে তাকাই শুধু আমি
আর আমার মধ্যে তুমি
আমার মধ্যে
আমি যেন আমি নই
আমি যেন তুমি
একাকার হয়ে গেছি তুমি
আর আমি
রাতের আধার থেকে আলোর অনন্তে
লোকালয় থেকে দূরে
বন বনান্তে
ধূসর মরু থেকে বরফ গলা নদী
কোলাহল ছেড়ে দূরে দীপ ইরাবতী
যেদিকে তাকাই শুধু আমি
আর আমার মধ্যে তুমি
আমার মধ্যে
আমি যেন আমি নই
আমি যেন তুমি
একাকার হয়ে গেছি তুমি
আর আমি
দূরে দূরে ঘুরে আমি খুজি তোমাকে
সারাদিন থাকি আমি পথ চেয়ে
একি সূরে বাধা যেন তুমি আর আমি
তোমার কথায় বাজে মনে দিবস নিশি
যেদিকে তাকাই শুধু আমি
আর আমার মধ্যে তুমি
আর আমার মধ্যে
শুধু তুমি

je dikhe takai (James) - যেদিকে তাকাই বাংলা লিরিক্স

je dikhe takai
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: তুফান

No comments:

Powered by Blogger.