jege achi (James) - জেগে আছি বাংলা লিরিক্স
জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর
জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর
ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধ্যা সকাল
ইচ্ছে করে জ্বালতে আলো জ্বালাতে রং মশাল
মনে মনে ফুটে আছে ফুল হয়ে
আনমনে করে ফেলা ভুল হয়ে
আদরে আমনে মনের ফাগুনে
জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর
জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর
ইচ্ছে করে ভিজতে আমার ভিজতে তোর
বর্ষাতে, ইচ্ছে করে থাকতে আমার
থাকতে তোর ভরসাতে
জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর
জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর
চুপিচুপি জমে থাকে গল্প তোর
হতে হতে হয়ে আসে অল্প ভোর
আচলে আবেসে মনের আকাশে
জেগে আছি ঘুম জড়ানো রাতে তোর
জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোর
jege achi
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: সোনালি বিকেল
No comments: