jodi bukta chire (James) - যদি বুকটা চিড়ে বাংলা লিরিক্স
যদি বুকটা চিড়ে দেখাতে পারি
কতো হা হা কার নিয়ে বেঁচে আছি
কি যে আর্তনাদ এই একাকার আমি
একলা স্মৃতির খোলা মাঠে
অন্ধকারের মহা উৎসবে
হারানো দীর্ঘ সময় খুঁজে বেড়ায় আমি
স্মৃতি...... সময় .......
আরো কিছু অন্ধকার, আরো ঘোর অন্ধকার
ওহ ওহ ও...........
একটা নদীর ধারে মনে কি পড়ে
আলোছায়ার লুকোচুরি
হঠাত বৃষ্টি ঝরে গেল হারিয়ে
একটা নদীর ধারে মনে কি পড়ে
আলোছায়ার লুকোচুরি
হঠাত বৃষ্টি ঝরে গেল হারিয়ে
স্মৃতি........ সময় ......
কিছু অন্ধকার, ঘোর অন্ধকার
ওহ ওহ ও..............
একি আকাশ তলে এইতো সেদিন
খুঁজেছি কত কিছু স্বপ্নের বুনো পথে খুব গোপনে
একি আকাশ তলে এইতো সেদিন
খুঁজেছি কত কিছু স্বপ্নের বুনো পথে খুব গোপনে
স্মৃতি....... সময় .......
কিছু অন্ধকার, ঘোর অন্ধকার
যদি বুকটা চিড়ে দেখাতে পারি
কতো হা হা কার নিয়ে বেঁচে আছি
কি যে আর্তনাদ এই একাকার আমি
স্মৃতি......... সময় ........
কিছু অন্ধকার, ঘোর অন্ধকার
jodi bukta chire
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: তুফান
No comments: