আন্ধার আন্ধার আন্ধার আন্ধার এই ঘরে রক্ত মাংস নাইরে শুধু রুহু বসত করে কোন আত্মীয় নাই কি কষ্ট পাই রোদ বৃষ্টি ঝড়ে এই ঘর দুনিয়া দারী এই ঘর জগত বাড়ি…। অসুখ হবে গা কাপাবে রাত দুপুর চারিদিকে মাটির দেয়াল চাপ দিয়ে ধরে তিনি মালিক তিনি মাবুদ তাই এমন কাল ঘরে কমে অসুখ যদি স্বজন আমার লাগি নামাজ পড়ে কোন আত্মীয় নাই কি কষ্ট পাই রোদ বৃষ্টি ঝড়ে এই ঘর দুনিয়া দারী এই ঘর জগত বাড়ি…। ফেরেস্তা আসিয়া বলে কি খবর তোমার দুনিয়াতে নিলে মাবুদ নামটি কতবার আমি বলি যদি যেতে দুনিয়াতে আমার বাড়ি ওরে কালাম নিয়ে তার নাম রবে পুন্য দেখবি কোন আত্মীয় নাই কি কষ্ট পাই রোদ বৃষ্টি ঝড়ে এই ঘর দুনিয়া দারী এই ঘর জগত বাড়ি…।
jogoth bari (James) - এই ঘর জগত বাড়ি বাংলা লিরিক্স
Reviewed by H S
on
2:53 AM
Rating: 5
No comments: