khub nishite (James) - খুব নিশিতে কষ্ট হলে বাংলা লিরিক্স
খুব নিশিতে কষ্ট হলে
তুমি বন্ধু চাঁদের কোলে মাথা রেখো,
তবু যদি কষ্টে থাকো
তুমি বন্ধু তারার চোখে চোখ রেখো।
কষ্ট রেখনা বন্ধু তুমি বুকের মাঝে
কষ্ট রেখনা বন্ধু তুমি চোখের মাঝে।
কষ্ট গুলো পাঠিয়ে দিয়ো
বন্ধু আমার কাছে।
ভরদুপুরে কষ্ট হলে
তুমি মেঘের চোখে জল হয়ো।
কষ্ট রেখোনা বন্ধু বুকের মাঝে
কষ্ট রেখনা বন্ধু তুমি চোখের মাঝে।
কষ্ট গুলো পাঠিয়ে দিয়ো
বন্ধু আমার কাছে।
নিঝুম সাঝেতে কষ্ট হলে
তুমি আমায় বরং ভুলে যেও
কষ্ট রেখনা বন্ধু তুমি বুকের মাঝে
কষ্ট রেখনা বন্ধু তুমি চোখের মাঝে।
কষ্ট গুলো পাঠিয়ে দিয়ো বন্ধু
আমার কাছে।
khub nishite
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: সাত রঙের কষ্ট
No comments: