Ads Top

nishiddo itihash (James) - নিষিদ্ধ ইতিহাস বাংলা লিরিক্স

আমার নিষিদ্ধ ইতিহাস, বড় বেশি আড়াল খোঁজে,
তোমার নিষিদ্ধ স্বপ্ন, নিষিদ্ধতার স্পর্শ পেতে
চায়,
বড় বেশি লাজুক সাজে, (এই আমার চোখে - ২)
নিষিদ্ধ অনুরাগে রাগিণীর সাজে তুমি, কেমন করে
ডাকো কিসের সুখে হাসো ? কিসের সুখে হাসো?
জানবো না তো আমি শুনে বারবার।
(এই আমার চোখে ২)
নিষিদ্ধ অরেণ্য, নিষিদ্ধ ফলের স্বাদে,
বিভোর যদি হতে চাও, আমারি সঙ্গ পেতে চাও,
আমারই সঙ্গ পেতে যাও, ভেবো না আমি রবো
পাশে তোমার,
(এই আমার চোখে ২)
আমার নিষিদ্ধ ইতিহাস,
বড় বেশি আড়াল খোঁজে, তোমার নিষিদ্ধ স্বপ্ন,
নিষিদ্ধ তার স্পর্শ পেতে চায়,
বড় বেশি লাজুক সাজে


nishiddo itihash (James) - নিষিদ্ধ ইতিহাস বাংলা লিরিক্স

nishiddo itihash
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: ক্যাপ্সুল ৫০০ মি.গ্রা.

No comments:

Powered by Blogger.