Ads Top

odhikar nei (James) - অধিকার নেই

আজ কোন অধিকার নেই আমার
আজ কোন দাবি নেই!
আর কোন কথা নেই
তোমাকে বলার!
আজ কোন অধিকার নেই আমার
আর কোন দাবি নেই!
আর কোন কথা নেই
তোমাকে বলার!
আজ কোন ভাষা নেই
আশা নেই-
তোমাকে চাওয়ার।
আর কোন ভাষা নেই
তোমাকে চাওয়ার।
বহু যতনে লালন করা স্বপ্নগুলো
আশায় আশায় দিনগুলো
দূরে চলে যায়!
আজ কোন আশা নেই
তোমাকে পাওয়ার!
আজ কোন আশা নেই
ভাষা নেই-
তোমাকে চাওয়ার।
ভালবাসার সাথে আপোষ করে
বেঁধেছিলে কেন বুকে
মিথ্যে তাসের ঘর!
আর কোন অধিকার নেই আমার
আর কোন দাবি নেই!
আর কোন ভাষা নেই
আশা নেই-
তোমাকে চাওয়ার।
আজ কোন অধিকার নেই আমার
আর কোন দাবি নেই!
আজ কোন কথা নেই
তোমাকে বলার!
আজ কোন অধিকার নেই আমার
আর কোন দাবি নেই!
আর কোন কথা নেই
তোমাকে বলার!
আর কোন ভাষা নেই
তোমাকে চাওয়ার।
আজ কোন ভাষা নেই
আশা নেই-
তোমাকে চাওয়ার।


odhikar nei (James) - অধিকার নেই

odhikar nei
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: গাঁয়ের খবর

No comments:

Powered by Blogger.