shakki akash (James) - সাক্ষী আকাশ বাংলা লিরিক্স
সাক্ষী আকাশ সাক্ষী বাতাস সাক্ষী জন্মভূমি
যুগে যুগে আমার তুমি শুধু আমার ই তুমি
আমার হয়ে থেকো তুমি তোমার হয়ে আমি
এমনই করে কেটে যাবে অনন্ত দিবসগামী
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি তোমাকেই ভালবাসি
তোমায় নিয়ে এ ভুবনে করেছি সংসার
যে যাই বলুক মনে রেখো তুমি শুধু আমার
পথের শেষে শেষ খেয়া যে করবো দুজন পারি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি তোমাকেই ভালবাসি
তুমি আমার ভালোবাসা প্রথম প্রেমের ফুল
তুমি যেন ফুলো কলি আমি ফুলো মালি
ওহহো তোমায় ভালোবাসি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি তোমাকেই ভালবাসি
সাক্ষী আকাশ সাক্ষী বাতাস সাক্ষী জন্মভূমি
যুগে যুগে আমার তুমি শুধু আমার ই তুমি
আমার হয়ে থেকো তুমি তোমার হয়ে আমি
এমনই করে কেটে যাবে অনন্ত দিবসগামী
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি তোমাকেই ভালবাসি
shakki akash
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: আমি তোমাদেরই লোক
No comments: