shoishob (James) - যদি ভুলে যাও কখনো - শৈশব বাংলা লিরিক্স
যদি ভুলে যাও কখনো
আম পাকা বৈশাখ
এলোমেলো পথে হাটা
গায়ের মেঠোপথ
স্মৃতির আ ড়া লে
যদি হারায় সবই
তবে এসো মোর কাছে
আমি দেখাবো
শৈশব শৈশব
শৈশব শৈশব
প্রিয় শৈশব…।
যদি ভুলে যাও
কাশফুল কিশরীকে
চর জাগা সেই নদীটি
কাশবন জোছনাতে
মায়ের আচলে মমতার মায়া
মায়ের আচলে মমতার মায়া
তবে এসো কাছে
শৈশব শৈশব
শৈশব শৈশব
প্রিয় শৈশব…।
যদি ভুলে যাও
রিমঝিম বরষা
এক হাটু কাদা জল
রাত জেগে গল্প শোনা
মায়ের আচলে মমতার মায়া
মায়ের আচলে মমতার মায়া
তবে এসো কাছে
শৈশব শৈশব
শৈশব শৈশব
প্রিয় শৈশব…।
shoishob
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: টোন অ্যান্ড টিউন
No comments: