shudu poth chola (James) - শুধু পথচলা বাংলা লিরিক্স
সবুজ ঘাসে
একা একা
শুধু পথচলা
সারারাত তারা দেখে
নির্ঘুম ডানা মেলা
বৃষ্টির আঁধারে
অবিরাম ভিজে চলা
সব ভুলে চিতকারে
এসো হোক প্রার্থনা
বড় হও
দীর্ঘ হও
শুধু বেড়ে ওঠো
শুধু বেড়ে…।
ইতিহাস মনে রেখে সামনে দেখ
অভিমান ভুলে গিয়ে
একা তুমি এগিয়ে চলো
একা
আকাশের উচ্চতায়
কালো পিঠ খাড়া করে
বৃক্ষের প্রশাখায়
খোলা চুল মেলে ধরে
খোলাচুল
বড় হও
দীর্ঘ হও
শুধু বেড়ে ওঠো
শুধু বেড়ে…।
আ বিবাগী পথিক হয়ে
চিরকাল বেড়ে ওঠো
ভেবোনা আমার কথা
কোচিং এর স্যিগনাল পিছু রেখে
একা ছোটা
বড় হও
দীর্ঘ হও
শুধু বেড়ে ওঠো
শুধু বেড়ে…।
ছায়াহীন পথে পথে
এই অবিরাম পুড়ে পুড়ে
মাটি থেকে সবটা নিঃশ্বাস
কেড়ে নিয়ে মায়াহীন জীবনে
একা একা বেড়ে ওঠো
আকাশের সীমানায়
কালো পিঠে তুলে ধরো
বড় হও
দীর্ঘ হও
শুধু বেড়ে ওঠো
শুধু বেড়ে…।
shudu poth chola
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: তারাদের গুঞ্জনে
No comments: