tumi kadlei (James) - তুমি কাঁদলেই বাংলা লিরিক্স
তুমি কাঁদলেই ফুল ঝড়ে যায়
ঝড়ে যায় সব সুখ
তুমি হাসলেই নদী বয়ে যায়
ভুলে যাই সব দুখ
তুমি আসলে পৃথিবী আমার
ভরে যায় জোছনায়
তুমি আসলে কবিতা আমার
ছন্দঃ খুজে পায়
তুমি কাঁদলেই ফুল ঝড়ে যায়
ঝড়ে যায় সব সুখ
তুমি হাসলেই নদী বয়ে যায়
ভুলে যাই সব দুখ
আকাশের নীল ক্যানভাসে
মনের রঙ তুলি দিয়ে
নীর্জনে যতনে এঁকেছি তোমাকে
রূপ অরূপে
তুমি কাঁদলেই ফুল ঝড়ে যায়
ঝড়ে যায় সব সুখ
তুমি হাসলেই নদী বয়ে যায়
ভুলে যাই সব দুখ
চাঁদের বাঁকানো বাশি
বেজে উঠে রাতে
মনে মনে খুঁজি আমি
সুরে সুধা রসে সুরে অসুরে
তুমি কাঁদলেই ফুল ঝড়ে যায়
ঝড়ে যায় সব সুখ
তুমি হাসলেই নদী বয়ে যায়
ভুলে যাই সব দুখ
তুমি আসলে পৃথিবী আমার
ভরে যায় জোছনায়
তুমি আসলে কবিতা আমার
ছন্দঃ খুজে পায়
তুমি কাঁদলেই ফুল ঝড়ে যায়
ঝড়ে যায় সব সুখ
তুমি হাসলেই নদী বয়ে যায়
ভুলে যাই সব দুখ
tumi kadlei
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: তুফান
No comments: