Ads Top

vul bhul (James) - যদি কখনো ভুল হয়ে যায় বাংলা লিরিক্স

যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিয়োনা
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিয়োনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিয়োনা
মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই, একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিয়োনা
এই গান যদি সেই রাগিণীতে
সুর হয়ে বাজে, তোমার কানে
জেনে নিয়ো তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালোবেসে ভালো আছি
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিয়োনা
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিয়োনা
জানিনা কোনোদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিয়োনা
যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিয়োনা
অপরাধ নিয়ো না
অপরাধ নিয়ো না
অপরাধ নিয়োনা

vul bhul (James) - যদি কখনো ভুল হয়ে যায় বাংলা লিরিক্স

No comments:

Powered by Blogger.