akash nila (James) - আকাশ নীলা বাংলা লিরিক্স
জানো কি আকাশ নীলা ঐ দূর আকাশ
তোমারই নীলে আজ সেজেছে।
জানো কি আকাশ নীলা এই চারিপাশ
তোমারই কলরবে আজ মেতেছে
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম
পরতে পরতে লিখে রেখেছে
ভালোবাসার বন্ধনে বেঁধে রেখে মন
তোমারই প্রয়োজনে সব আয়োজন
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম
পরতে পরতে লিখে রেখেছে
আঁধারেরই বূক চিড়ে এক মূঠো রোঁদ
তোমারই আলোড়নে সুখের আগমন
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম
পরতে পরতে লিখে রেখেছে
akash nila আকাশনীলা
শিল্পীঃ জেমস
সূর ও সংগীতঃ জুয়েল বাবূ
মিক্সড অ্যালবাম: দশে দশ
No comments: