dukkho wala (James) - আমি এক দুঃখ ওয়ালা বাংলা লিরিক্স
আমি এক দুঃখ ওয়ালা
দুঃখ কিনতে চাই
কারো কাছে থাকলে কিছু
আমায় দিও ভাই
অধিক সুখের বিনিময়ে কেউ
দুঃখ বেচতে পারো
আমার দুঃখের কমতি আছে
আমি যে চাই আরো
ভালোবাসার বিনিময়ে কেউ
দুঃখ দিতে পারো
হৃদয় দামে লেনাদেনায়
দোষ হবে না কারো
আমি এক দুঃখ ওয়ালা
দুঃখ কিনতে চাই
কারো কাছে থাকলে কিছু
আমায় দিও ভাই......
ami ek dukkho wala
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: দেখা হবে বন্ধু
No comments: