papi (James) - নিষ্পাপ আমি কি করে বলিস বাংলা লিরিক্স
নিষ্পাপ আমি কি করে বলিস
কি করে বলিস
কোনো অন্যায় আমি কারিনাই
নিষ্পাপ আমি চোখে চোখ রেখে বল
বুকে হাত দিয়ে বল
কোনো অন্যায় কারিনাই
অন্যায়
ঐ একজন যার উপরে কোনো উপাস্য নাই,
সেই জানে সব তার ইশারায় সব চলছে।
ও আমায় একটা মানুষ দেখা যে পাপ করেনাই,
আমায় একটা মানুষ দেখা যে পাপি না ।
ও আমায় একটা মানুষ দেখা যে পাপ করেনাই,
আমায় একটা মানুষ দেখা যে পাপি না ।
তুই ক্ষমাহীন পাপ করে সেই পাপকে অস্বীকার করিস
তুই ভুলে যাস তুই অদম মাটি দিয়ে গড়া
মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা যেনেও কেনো
শুধু লোভের চুরাবালি স্পর্শ করা
ঐ একজন যার উপরে কোনো উপাস্য নাই,
সেই জানে সব তার ইশারায় সব চলছে।
ও আমায় একটা মানুষ দেখা যে পাপ করেনাই,
আমায় একটা মানুষ দেখা যে পাপি না ।
ও আমায় একটা মানুষ দেখা যে পাপ করেনাই,
আমায় একটা মানুষ দেখা যে পাপি না ।
নিষ্পাপ আমি কি করে বলিস
কি করে বলিস
কোনো অন্যায় আমি কারিনাই
নিষ্পাপ আমি চোখে চোখ রেখে বল
বুকে হাত দিয়ে বল
কোনো অন্যায় কারিনাই
অন্যায়
ঐ একজন যার উপরে কোনো উপাস্য নাই,
সেই জানে সব তার ইশারায় সব চলছে।
ও আমায় একটা মানুষ দেখা যে পাপ করেনাই,
আমায় একটা মানুষ দেখা যে পাপি না ।
ও আমায় একটা মানুষ দেখা যে পাপ করেনাই,
আমায় একটা মানুষ দেখা যে পাপি না ।
লা লা লা লা লা লা ওহ আহা
যে পাপ করেনাই
papi
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: স্রোত
No comments: