ami eto je (James) - আমি এত যে তোমায় ভালবেসেছি বাংলা লিরিক্স
আমি এত যে তোমায় ভালবেসেছি।
তবু মনে হয় এ যেন গো কিছু নয়
কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।।
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেপে উঠে ঐ
তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফুটে ঐ
তারা এই অভিমান বোঝে না আমরা
বলে তুমি তো আমায় ভালবেসেছ
শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।।
তুমি তো জান না ওগো তোমার প্রাণের ঐ সুরে কাছে
আমার গানের বানী আহত পাখির মত লুটাইয়া আছে
তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে
যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে
তারা এ দিনতাটুকু দেখে না আমার
বলে তুমি তো আমায় ভালবেসেছো
শুধু আমার গোপন ব্যাথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়।।
Ami eto je tumay valobeshechi
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: সাত রঙের কষ্ট
No comments: