mawla (James) - মাওলা তুমি কাছে নাই বাংলা লিরিক্স
ডাক দিয়াছেন মাওলা
এক মিনিটও সময় নাই।
ও স্বজন দরুদ পড়
আমি মাওলার কাছে যাই । ।
এতিমের রুহু যাবে একা একা
সঙ্গে যাবে না মা-বোন ভাই ।
মাওলা তুমি কাছে নাই,
কিছু নাই, কিছু নাই । । ।
ও স্বজন কাইন্দো না
দরুদ পড় ।
আযাব যাতে কম হয়
সেই দোয়া কর । ।
এতিমের রুহু যাবে একা একা
সঙ্গে যাবে না মা-বোন ভাই ।
মাওলা তুমি কাছে নাই,
কিছু নাই, কিছু নাই । । ।
পয়সা নিয়া কইরো না মনোমালিন্য ।
হিসাব নিকাশ হইতাছে
আমারই জন্য । ।
এতিমের রুহু যাবে একা একা
সঙ্গে যাবে না মা-বোন ভাই ।
মাওলা তুমি কাছে নাই,
কিছু নাই, কিছু নাই । । ।
ডাক দিয়াছেন মাওলা
এক মিনিটও সময় নাই ।
ও স্বজন দরুদ পড়
আমি মাওলার কাছে যাই । ।
এতিমের রুহু যাবে একা একা
সঙ্গে যাবে না মা-বোন ভাই ।
মাওলা তুমি কাছে নাই,
কিছু নাই, কিছু নাই । । ।
mawla tumi kache nai
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: মাটি
No comments: