guru (James) - একটা কিছু কর গুরু বাংলা লিরিক্স
একটা কিছু কর গুরু
একটা কিছু কর
জীবন তোমার হাতে আমায়
বাঁচাও না হয় মারো…
মাটির শরীর মাটির নয়ন
এই না মাটির মনে
তোমায় হারায় বেঁচে কি হবে
জীবনে এই মাটিতে
জান লাগাইতে তুমি গুরু পারো
একটা কিছু কর গুরু
একটা কিছু কর
জীবন তোমার হাতে আমায়
বাঁচাও না হয় মারো…
সুতোর গুটি তোমার হাতে
গিট্টু বাঁধা আছি
তোমার খেলার পুতুল আমি
যেমন নাচাও নাচি
মরবো আমি প্রেমের মরন
একবার তো মারো
একটা কিছু কর গুরু
একটা কিছু কর
জীবন তোমার হাতে আমায়
বাঁচাও না হয় মারো…
Ekta kichu koro guru
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: মাটি
No comments: