ami tumaderi luk (James) - আমি তোমাদেরই লোক
আমি তোমাদেরই লোক, তোমাদেরই ছিলাম, তোমাদেরই আছি । এই কথাই থাকল
আমি, আমি তোমাদেরই লোক।
আমি, আমি তোমাদেরই ভাই।
আমার আর কিছু নাই, কেহ নাই।
জন্মেছি এই বাংলাদেশে, এই বাঙালি বেশে
সবাই আছি পাশাপাশি, এই ভাটির দেশে।
ভাটির দেশে। ভাটির দেশে।
তোমার আমার অঙ্গে মাখা, একি ধূল মাটি
এই মাটিতেই সাজিয়েছি, সংসার পরিপাটি।
সংসার পরিপাটি ।
আমার আর কিছু নাই, কেহ নাই।
অরে আমার গানের খাতা ভরে, তোমাদেরই কথা লেখা
আমার চোখের পাতা ধরে, তোমাদেরই স্বপ্ন আঁকা।
স্বপ্ন আঁকা। স্বপ্ন আঁকা।
রাত্রি দিনে যাই বুনে তোমাদেরই কাহিনী,
তোমরা আমায় করে দিলে চিরদিনের ঋণী।
চিরদিনের, চিরদিনের।
আমার আর কিছু নাই, কেহ নাই।
আমি, আমি তোমাদেরই লোক।
আমি, আমি তোমাদেরই ভাই।
আমার আর কিছু নাই, কেহ নাই ।
আমি, আমি তোমাদেরই লোক।
আমি, আমি তোমাদেরই ভাই।
আমার আর কিছু নাই, কেহ নাই।
ami tumaderi luk
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: আমি তোমাদেরই লোক
No comments: