shuru holo valobasha (James) - শুরু হলো ভালবাসা
শুরু হলো ভালবাসা
রাত জেগে কুঁড়োনো জোছনা
শুরু হল স্বপ্ন দেখে
স্বপ্নে আমি আর নইযে একা...।
চাঁদ হয়ে আছো তুমি
ভয় নেই আর
এবার ফুরিয়ে যাবে অন্ধকার
রাত জেগে কুঁড়োনো জোছনা
শুরু হল স্বপ্ন দেখে
স্বপ্নে আমি আর নইযে একা...।
মন হয়ে গেছে নদী
ভাটা নেই আর
এবার আসবে বুঝি জোয়ার
রাত জেগে কুঁড়োনো জোছনা
শুরু হল স্বপ্ন দেখে
স্বপ্নে আমি আর নইযে একা...।
shuru holo valobasha
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: জনতা এক্সপ্রেস
No comments: