ami tumi (James) - তুমি পেরেছিলে ভুলে থাকতে আমায় বাংলা লিরিক্স
তুমি পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ,
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ!
পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ,
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ!
ও- হেরেছি আমি আর জিতেছো তুমি
বলবোনা কখনো তোমায়,
হিসেব না হয় তুমি নিজেই করে নিও
জানাতে হবেনা আমায়।।
পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ,
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ!!
ও- ফুলে ভরা মনের বিষাদি পাপড়ি
দিয়েছিলে তুমি আমায়,
সুভাস টুকু একা তুমিই নিয়েছিলে
তবু দোষ দেবোনা তোমায়।।
পেরেছিলে ভুলে থাকতে আমায়
তাই আমিও ফিরিয়েছি মুখ,
দুঃখের সাথে নাকি তোমার বাস এখন
প্রতারণা করেছে সুখ!!
Ami tumi
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: চলতে চলতে
No comments: