Ads Top

lutoputi (James) - বন্ধু তোর মনেতে - লুটোপুটি বাংলা লিরিক্স

বন্ধু তোর মনেতে
যদি ফুল হয়ে ফুটি
সারাটা দিন তোর মনে
করবো লুটোপুটি গো
করবো লুটোপুটি...।
যদি তোর প্রেম আকাশে
মেঘ হয়ে ছুটি
ডানা মেলে দিকে দিকে
করবো ছুটোছুটি
বন্ধু তোর মনেতে
যদি ফুল হয়ে ফুটি
সারাটা দিন তোর মনে
করবো লুটোপুটি গো
করবো লুটোপুটি...।
যদি তোর বুকের ঘরে
সিড়ি বেয়ে উঠি
গুনে গুনে ভালবাসা
দেব কোটি কোটি
বন্ধু তোর মনেতে
যদি ফুল হয়ে ফুটি
সারাটা দিন তোর মনে
করবো লুটোপুটি গো
করবো লুটোপুটি...।


lutoputi (James) - বন্ধু তোর মনেতে - লুটোপুটি বাংলা লিরিক্স

lutoputi
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: চলতে চলতে

No comments:

Powered by Blogger.