boma mofiz (James) - বোমা মফিজ বাংলা লিরিক্স
ফরসা আকাশ, আরো ঘন নীল
কোথাও ছিলোনা মেঘ, একদিন
শুধু আমার মনে ছিলো, ঘন কালো মেঘ
ঝড়ো হাওয়ার ভীষণ উদ্বেগ
নেতা বলেছেন ঠিক ফেলা চাই এই বোমা
আজ সমাবেশে ভুলে হলে নেই ক্ষমা
আমি ছুড়েছি এই বোমা ওই মিছিলে
দেখি ছিন্নভিন্ন আমি নিজেই
রক্ত লালে
রক্ত লালে
রাজপথে আমার পড়ে থাকে লাশ
কেউ নেয় না পরিচয় তার
বীমাহীন জীবনের হলে গেলো ইতি
কারো তাতে নেই লাভ-ক্ষতি
হায় দেশ হায় মানুষ আর আমি
হায় দেশ হায় মানুষ আর আমি
আমি ছুড়েছি এই বোমা ওই মিছিলে
দেখি ছিন্নভিন্ন আমি নিজেই
রক্ত লালে
রক্ত লালে
বেচে থাকলেও হতো মরতে
এই হিংস্র শকুনের নখের আছড়ে
ছেলেটি যে নতুন আসছে এ পথে
পাড়বে কি ঘরে ফিরে যেতে
হে নতুন হায় দল মৃত আমি
হে নতুন হায় দল মৃত আমি
আমি ছুড়েছি এই বোমা ওই মিছিলে
দেখি ছিন্নভিন্ন আমি নিজেই
রক্ত লালে
রক্ত লালে
রক্ত লালে
boma mofiz
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দেবী
No comments: