biday bandobi (James) - বিদায় বান্ধবী বিদায় বাংলা লিরিক্স
আমি তোমাকেই আরধ্য জানি ami tumakei aroddho jani
তাই তোমারই আরাধনায় tai tumari aradhonay
নতুন কাব্য লিখেছিলাম notun kabbo likhecilam
যা ছিঁড়েছি ভীষণ ব্যথায় ja chirechi vishono bethay
তুমি মনের সিঁড়ির প্রতিটি ধাপে tumi moner shirir protiti dhap a
রাখো আত্ম-প্রবঞ্চনা rakho atto probonchona
তুমি ভাবতেই ভালোবাসো আমি tumi vabtei valobasho amay
খুব বোকা কিছুই বুঝিনা khub buka kichui bujina
তাই যাচ্ছি চলে tai jachhi chole
ক্ষমা করেই তোমায় khoma korei tumay
তাই যাচ্ছি চলে tai jachhi chole
ক্ষমা করেই তোমায় khoma korei tumay
বিদায় বান্ধবী বিদায় biday bandhobi biday
আমিও ভুলে যাবো amio bhule jabo
তুমিও ভুলে যেও আমায় tumio bhule jeo amay
বিদায় বান্ধবী বিদায় biday bandhobi biday
আমিও ভুলে যাবো amio bhule jabo
তুমিও ভুলে যেও আমায় tumio bhule jeo amay
তুমি শান্তি চুক্তির নামে tumi shanti chuktir namee
বারবার এসেছ আমার ঘরে barbar eshecho amar ghore
আমি অতীতেও করেছি ক্ষমা amio otitheo korechi khoma
করব আবার আসো যদি পরে korbo abar asho jodi pore
তুমি ধনুকের মত টঙ্কার দিলে tumi dhonuker moto tonkkar dile
অন্তর মধ্যভাগে ontor moddhovage
আমি এখনও নীরব আছি ami ekhono nirob achi
আমি নীরব ছিলামও আগে ami nirob chilam o age
তাই যাচ্ছি চলে tai jachhi chole
ক্ষমা করেই তোমায় khoma korei tumay
biday bandhobi biday
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দেশে ভালবাসা নাই
আমি তোমাকেই আরধ্য জানি
তাই তোমারই আরাধনায়
নতুন কাব্য লিখেছিলাম
যা ছিঁড়েছি ভীষণ ব্যথায়
তুমি মনের সিঁড়ির প্রতিটি ধাপে
রাখো আত্ম-প্রবঞ্চনা
তুমি ভাবতেই ভালোবাসো আমি
খুব বোকা কিছুই বুঝিনা
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
বিদায় বান্ধবী বিদায়
আমিও ভুলে যাবো
তুমিও ভুলে যেও আমায়
তুমি শান্তি চুক্তির নামে
বারবার এসেছ আমার ঘরে
আমি অতীতেও করেছি ক্ষমা
করব আবার আসো যদি পরে
তুমি ধনুকের মত টঙ্কার দিলে
অন্তর মধ্যভাগে
আমি এখনও নীরব আছি
আমি নীরব ছিলামও আগে
তাই যাচ্ছি চলে
ক্ষমা করেই তোমায়
No comments: