shob e ovinoy (James) - সবই অভিনয় বাংলা লিরিক্স
সবাই শুধু হাসি মুখে, বন্ধু বেসে পাশে থাকে
সবই অভিনয় হয়য় সবই অভিনয়
সবাই শুধু হাসি মুখে, বন্ধু বেসে পাশে থাকে
সবই অভিনয় হয়য় সবই অভিনয়
জানে না কেউ কি কারনে
কষ্ট গুলো বুকে জমে দুঃখ নদী বয়।
অহ হয়য়য় বন্ধুত কেউ নয়
সবাই শুধু হাসি মুখে, বন্ধু বেসে পাশে থাকে
সবই অভিনয় হয়য় সবই অভিনয়
বুঝেনা কেউ কি কারনে
সপ্ন গুলো চোখের কোনে থমকে দাঁড়ায়
অবুজ মনের ভালোবাসা
অভিমানের কি দহনে নিমিষে হারায়
বুঝেনা কেউ কি কারনে
সপ্ন গুলো চোখের কোনে থমকে দাঁড়ায়
অবুজ মনের ভালোবাসা
অভিমানের কি দহনে নিমিষে হারায়
সবাই শুধু হাসি মুখে, বন্ধু বেসে পাশে থাকে
সবই অভিনয় হয়য় সবই অভিনয়
দেখেনা কেউ অন্তরালে
পুড়া হৃদয় কেনো জলে
নিরব যন্ত্রনায়
উষ্ণ স্মৃতি কেমন করে
শেওলা হয়ে বেড়ায় ভেসে
খোলা বর্ষায়
দেখেনা কেউ অন্তরালে
পুড়া হৃদয় কেনো জলে
নিরব যন্ত্রনায়
উষ্ণ স্মৃতি কেমন করে
শেওলা হয়ে বেড়ায় ভেসে
খোলা বর্ষায়
সবাই শুধু হাসি মুখে, বন্ধু বেসে পাশে থাকে
সবই অভিনয় হয়য় সবই অভিনয়
জানে না কেউ কি কারনে
কষ্ট গুলো বুকে জমে দুঃখ নদী বয়।
অহ হয়য় বন্ধুত কেউ নয়
সবাই শুধু হাসি মুখে, বন্ধু বেসে পাশে থাকে
সবই অভিনয় হয়য় সবই অভিনয়
shobi ovinoy
শিল্পীঃ জ়েমস
মিক্সড অ্যালবাম: দেশে ভালবাসা নাই
No comments: